আরব আমিরাতের বিপক্ষে বেশ চাপেই আছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পঞ্চাশ রান পূর্ণ করার আগেই ৪ উইকেট হারিয়ে বসে আছে বাংলাদেশ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচেই বাংলাদেশি ব্যাটসম্যানদের বেশ বড়সড় পরীক্ষা নিচ্ছে আমিরাতের বোলাররা।
প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশের ৩ উইকেট তুলে নেয় দলটি। এদিনও ওপেনিং করতে নেমে ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান। শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটসম্যান। আরেক ওপেনার মেহেদী মিরাজ ১২ রান করে আউট হয়ে যান। এর জন্য তিনি খেলেন ১৪ বল।
তিনে নেমে লিটন দাস আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে ৮ বলে ৩ চারে ১৩ রান করে ফেরেন তিনিও। ইনজুরি থেকে ফিরে দলে সুযোগ পাওয়া ইয়াসির আলীও ব্যাট হাতে সফল হতে পারেননি। মাত্র ৪ রান করে বোল্ড হয়ে ফেরেন।
চারে নামা আফিফ হোসেন একবার জীবন পেয়ে যান ফিল্ডারের ভুলে। তবে এই মুহূর্তে তিনি ২৭ রানে অপরাজিত থেকে মাঠে আছেন। তার সঙ্গে আছেন ফর্মের তুঙ্গে থাকা মোসাদ্দেক হোসেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান।