ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মিরাজের ক্যারিয়ার সেরা ইনিংসে বড় সংগ্রহ টাইগারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ , ০৯:৪০ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সঙ্গে দলের অন্যান্য ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি সুলভ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করেছে। আমিরাতকে জিততে হলে ১৭০ রান করতে হবে।

বিজ্ঞাপন

দুবাইতে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাব্বির এবং মিরাজের ব্যাটে ভালো সূচনা পায় বাংলাদেশ। তবে দলীয় ২৭ রানে সাব্বির ফিরলে জুটি ভেঙে যায়। আউট হওয়ার আগে ১২ রান করেন ডানহাতি এই হার্ডহিটার।

এরপর লিটনকে নিয়ে দ্রুত ৪১ রানের জুটি গড়েন মিরাজ। যেখানে বেশি আগ্রাসী ছিলেন লিটন। ২৫ রান করে অবশ্য পয়েন্টে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

বিজ্ঞাপন

চারে নামা আফিফ এদিন বড় ইনিংস খেলতে না পারলেও ১০ বলে ১৮ রানের কার্যকরী এক ইনিংস উপহার দেন। দলীয় ১২২ রানের মাথায় এসে আউট হন ওপেনিংয়ে নামা মিরাজ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ফিফটি ছোঁয়ার অপেক্ষায় ছিলেন। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ৪ রানের আক্ষেপ নিয়ে ফেরেন। আউট হওয়ার আগে ক্যারিয়ার সর্বোচ্চ ৪৬ রান আসে মিরাজের ব্যাট থেকে।

এদিনে বাকি ব্যাটসম্যানরাও টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে থাকেন। মোসাদ্দেকের ২৭, ইয়াসির আলী ২১ এবং নুরুল হাসান সোহানের ১৯ রানে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |