ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টেস্ট নিয়ে মঈনের ‘দোটানা’ থামলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ , ০৭:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

২০১৪ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ঘটে মঈন আলীর। এরপর সাত বছরে ৬৪ টেস্ট খেলেন এই ইংলিশ অলরাউন্ডার। যদিও ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে খেলার পর আচমকা টেস্ট থেকে অবসর নেন মঈন।

বিজ্ঞাপন

তবে চলতি বছরের মাঝামাঝিতে ব্রেন্ডন ম্যাককুলাম ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার পর নতুন করে ভাবতে শুরু করেন মঈন। চলতি বছরের জুনে জানান, ম্যাককুলাম চাইলে টেস্টে আবার ফিরবেন তিনি। তবে চার মাস না যেতেই মঈন টেস্ট নিয়ে দোটানার একটি সমাপ্তিতে এসে পৌঁছালেন।

ইংল্যান্ডের এক গণমাধ্যমে লেখা কলামে এই ইংলিশ অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন আর টেস্টে ফিরছেন না তিনি। পূর্বের নেওয়া অবসরের সিদ্ধান্তেই থাকতে চাইছেন তিনি। আসছে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য মঈন অকে বিবেচনা করছিলেন কোচ ম্যাককুলাম।

বিজ্ঞাপন

তবে কোচকে এই ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, টেস্টে আর থাকছেন না তিনি। নিজের সেই কলামে মঈন টেস্ট ভবিষ্যৎ নিয়ে বলেন,

‘দুঃখজনকভাবে সেই সফরে (পাকিস্তান) দলের সঙ্গে আমি থাকব না। আমি আসলে টেস্টে আর মাঠে নামতে চাই না।

সত্যি বলতে আমার সঙ্গে বাজের (ম্যাককুলাম) কথা হয়েছে সেই সফর নিয়ে। তবে আমি সত্যি বলতে এক মাস হোটেল আটকে থেকে টেস্ট খেলে নিজের সেরাটা দিতে পারব বলে বিশ্বাস করি না।

বিজ্ঞাপন

বাজ আমাকে ফোন করেছি এবং দীর্ঘক্ষণ কথাও হয়েছে তবে আমি বলে দিয়েছে, ‘না, সরি। আমি টেস্টে আর ভবিষ্যৎ দেখছি না।’ সেও আমাকে বুঝতে পেরেছে। সে আমার সমস্যা বুঝতে পেরেছে।

হ্যাঁ, আমি গত গ্রীষ্মে (জুনে) বলেছি, টেস্টে ফিরতে চাই। তখন সতীর্থদের খেলা দেখে আমি বুঝতে পেরেছিলাম আমি টেস্টটা মিস করছি। আর তাই আমি খেলতে চেয়েছিলাম। কিন্তু আমার ঘনিষ্ঠ জনদের সঙ্গে আলোচনা করে আমি বুঝতে পেরেছি টেস্টে আমি আর খেলছি না।’

৬৪ টেস্টে মঈন আলো ব্যাট হাতে ২৯১৪ রানের পাশাপাশি বল হাতে ১৯৫ উইকেট শিকার করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |