ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফটোশুট করতে স্টেডিয়ামের ছাদে বাবর-বাটলার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ নভেম্বর ২০২২ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত আইসিসির যেকোনো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালই হয় এই স্টেডিয়ামে। সর্বশেষ ২০১৫ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে নারীদের টুর্নামেন্টের ফাইনালও হয়েছিল এই মাঠে।

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বিশাল দর্শকসংখ্যার সামনে। এবারের বিশ্বকাপের শিরোপার সঙ্গে ফাইনালের দুই দলের অধিনায়কের ফটোশুট করার জন্য বেছে নেওয়া হয়েছে এই স্টেডিয়ামের ছাদকে। যেটি মাঠ থেকেও ৭৫ মিটার উঁচুতে।

এত উঁচুতে হওয়া সত্ত্বেও এবারের দুই ফাইনালিস্ট পাকিস্তান এবং ইংল্যান্ডের অধিনায়ককে শিরোপার সঙ্গে সঙ্গে ঠিকই ছাদে উঠতে হয়েছে। যেখানে ওঠার সময় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ইংলিশ জস বাটলার জিজ্ঞেসও করেছেন উচ্চতার জন্য ভয় পাচ্ছে কি না।

বিজ্ঞাপন

যদিও শেষ পর্যন্ত স্টেডিয়ামের সিড়ি ভেঙে ঠিকই দুই অধিনায়ক উঠে যান মেলবোর্ন স্টেডিয়ামের ছাদে। সেখানে শিরোপার সঙ্গে ছবি তোলার পাশাপাশি সঞ্জনা গানেসানের প্রশ্নে সাক্ষাৎকারও দিয়েছেন দুই অধিনায়ক। তেমনই এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |