ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মাঠে বসে ফাইনাল দেখা হচ্ছে না পগবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ , ০৮:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

গত রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পল পগবা। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে দলকে জিতিয়েছিলেন এই মিডফিল্ডার। কিন্তু কাতার বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে দল থেকে বাদ পড়েন তিনি। তবুও টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে ফ্রান্স। কিন্তু শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখা হচ্ছে না ২৯ বছরের এই তারকার। 

বিজ্ঞাপন

চলমান বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ইনজুরির কারণে যে সব ফুটবলার খেলতে পারেননি, তাদেরকে যেন আনা হয় বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও পগবার বর্তমান ক্লাব জুভেন্টাস বিমান ভ্রমণের অনুমতি না দেওয়ায় বিশ্বকাপ ফাইনালে নিজ দেশের ম্যাচটি মিস করতে হচ্ছে এই তারকাকে। 

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস জানিয়েছে, ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি পল পগবা। তাই এই মিডফিল্ডারকে কোথাও বিমান ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এদিকে বিশ্বকাপের ফাইনাল দেখতে কাতার যেতে না পারলেও সতীর্থদের প্রতি শুভেচ্ছা জানাতে ভুলে যাননি পগবা। টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আসবে বলেও বিশ্বাস তার। 

এর আগে চলতি বছর ডান পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন পগবা। সেটি থেকে সেরে উঠতে না উঠতেই মাসল ইনজুরিতে পড়েন তিনি। যে কারণে এনগোলা কন্তে, করিম বেনজেমা, প্রেসনেল কিম্পেম্বেদের সঙ্গে পল পগবাও বিশ্বকাপের দলে থাকতে পারেননি। 

ফ্রান্স দলে না থাকলেও তাদেরকে ভুলে যাননি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দলের আনন্দমূখর অবস্থায় এসব ফুটবলারকে দাওয়াত দিয়ে দোহায় আসার আহ্বান করেছিলেন তিনি। গ্যালারিতে বসেই ফাইনালটা দেখতে চেয়েছিলেন তিনি; কিন্তু সে সুযোগই পাচ্ছেন না তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |