ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ ফাইনালে হেরে ফরাসি স্ট্রাইকারের অবসর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ , ০৯:১৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের মঞ্চে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতার অপেক্ষায় ছিল ফ্রান্স। তবে লিওনেল মেসির জাদুকরী ফুটবল এবং বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ মহাপ্রাচীর হয়ে যাওয়ায় আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স আপ হয়ে থামতে হয়েছে ফ্রান্সকে।

বিজ্ঞাপন

কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে এদিন ফ্রান্সের হয়ে মাঠে নামার কথা ছিল দলটির তারকা স্ট্রাইকার করিম বেনজেমারও। তবে চোট সমস্যার জন্য শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দলের আক্ষেপের গল্পে শেষ হয়েছে বেনজেমার বিশ্বকাপ স্বপ্ন।

বিশ্বকাপ ফাইনালে হারের পর এবার আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন ব্যালন ডি'অর জয়ী এই তারকা ফরাসি স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়ে বেনজেমা লিখেছেন,

বিজ্ঞাপন

‘আমি আমার চেষ্টা করেছি এবং এরসঙ্গে কিছু ভুলও ছিল। এসব নিয়েই বর্তমানে আমার এই অবস্থান। আমি আমার এই অবস্থানের জন্য গর্বিত। আমি আমার জীবনের গল্প নিজেই লিখেছি এবং আমাদের শেষের গল্পও লিখছি।’

ফ্রান্সের জার্সিতে বেনজেমা খেলেছেন মোট ৯৭ ম্যাচ। যেখানে ৩৭ গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। এবারের বিশ্বকাপের আগে ছিলেন দারুণ ছন্দে। তবে চোটের জন্য বিশ্বকাপের মঞ্চ কাঁপাতে পারেননি তিনি। এছাড়াও ফরাসি ফুটবল দলের কোচ দিদিয়ের দেশমের সঙ্গে সম্পর্কের অবনতিও বিশ্বকাপে এই তারকার মাঠে না নামার কারণ বলে ধরা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |