ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিপিএল ২০২৩

রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার নওয়াজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ , ০১:০৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-২০ লিগ খেলতে রংপুর রাইডার্স শিবির ছেড়ে গেছেন সিকান্দার রাজা এবং বেনি হাওয়েল। তাই রাজার বিকল্প হিসেবে পাকিস্তানের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দলে ভিড়িয়েছে রংপুর। ইতোমধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই অলরাউন্ডার।

বিজ্ঞাপন

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি তাদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোষ্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। 

আরও পড়ুন- বিপিএল ছেড়ে চলে গেলেন রাজা-হাওয়েল

বিজ্ঞাপন

ভিডিওর ক্যাপশনে লেখা, রংপুর রাইডার্সে‌ যোগ দিতে এখন চট্টগ্রামে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। পরের ম্যাচেই রাইডার্সদের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে এই অলরাউন্ডার।

আগামীকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এই ম্যাচেই পাকিস্তানি বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে। 

আরও পড়ুন- বিপিএলে পাকিস্তানি রহস্যময় লেগস্পিনার আবরার

বিজ্ঞাপন

পাকিস্তানের জার্সিতে ৫৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা নওয়াজ ব্যাট হাতে ৩৪ ইনিংসে ১৭.৫৮ গড় ও ১৩০ স্ট্রাইক রেটে ৪২২ রানের পাশাপাশি বল হাতে ৪৭ উইকেট শিকার করেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |