ঘরের মাটিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা বলের দ্বিপাক্ষিক এই সিরিজ মাঠে গড়াবে আগামী ১ মার্চ।
উক্ত সিরিজকে সামনে রেখে ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। সফরে ম্যাচ কবে আয়োজিত হবে তা চূড়ান্ত করা হলেও মাঠে খেলা গড়ানোর সময় নিশ্চিত ছিল না।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি নিশ্চিত করে ফেলেছে।
সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর বারোটা থেকে। এছাড়া বেলা তিনটা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে, দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বাংলাদেশ দল ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করলেও টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি:
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম ওয়ানডে | ১ মার্চ | দুপুর ১২টা | মিরপুর |
দ্বিতীয় ওয়ানডে | ৩ মার্চ | দুপুর ১২টা | মিরপুর |
তৃতীয় ওয়ানডে | ৬ মার্চ | দুপুর ১২টা | চট্টগ্রাম |
ম্যাচ | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম টি-টোয়েন্টি | ৯ মার্চ | বেলা ৩ টা | চট্টগ্রাম |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ১২ মার্চ | বেলা ৩ টা | মিরপুর |
তৃতীয় টি-টোয়েন্টি | ১৪ মার্চ | বেলা ৩ টা | মিরপুর |