ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এএফসির স্ট্যান্ডিং কমিটিতে কাজী সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ০৯ এপ্রিল ২০২৩ , ০৬:০৬ এএম


loading/img

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) স্ট্যান্ডিং কমিটিতে আবারও জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এএফসির কম্পিটিশন্স কমিটিতে সদস্য হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

কাজী সালাউদ্দিন একই সাথে ফিফা টেকনিক্যাল কমিটি, ফিফা মার্কেটিং অ্যান্ড টিভি রাইটস কমিটি, এএফসি সোস্যাল রেসপন্সিবিলিটি কমিটি ও এএফসি ইন্টারনাল অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এএফসি কম্পিটিশন্স কমিটিতে সালাউদ্দিনের সঙ্গে আছেন ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়ান রিপাবলিক, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমার, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এদিকে বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ এএফসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এছাড়া বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে আবারও মনোনীত করা হয়েছে মার্কেটিং কমিটির সদস্য হিসেবে। এই কমিটির মেয়াদ ২০২৩-২০২৭ সাল পর্যন্ত।

নাবিল আহমেদের সঙ্গে এএফসি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটিতে মিয়ানমার, থাইল্যান্ড, বাহরাইন, চীন, গুয়াম, কোরিয়ান রিপাবলিক, মালয়েশিয়া, কাতার ও উজবেকিস্তানের প্রতিনিধিরা রয়েছেন। ইতোপূর্বে তিনি এএফসি ফুটসাল ও বিচ সকার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে তিন জন স্ট্যান্ডিং কমিটিতে থাকলেও নির্বাহী কমিটিতে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে রয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |