ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

এখনই বিশ্বকাপ নিয়ে মাথা ঘামাতে নারাজ লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ মে ২০২৩ , ০১:৩৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে গড়াবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। অতীত যেকোনো আসরের থেকে এবার বাংলাদেশ দল ক্রিকেটের এ সংস্করণে অনেকটা শক্তিশালী হওয়ায়, প্রত্যাশাও অনেক বেশি।

বিজ্ঞাপন

এ ছাড়া বিশ্বকাপের বছর হওয়ায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে একটা বিস্তর কৌতূহল, এবার ওয়ানডে ক্রিকেটের বিশ্বমঞ্চে কেমন হচ্ছে, লাল-সবুজের প্রতিনিধিদের আবর্তন! আর ‘হোম অব ক্রিকেট’, সাগরিকায় কিংবা দুটি পাতার এক কুঁড়ি’র আনাচে-কানাচে একটাই প্রশ্ন কেমন হচ্ছে, সাকিব-তামিমদের এবারের বিশ্বকাপ স্কোয়াড।

এমনকি ক্রিকেটাররা যেখানেই যাচ্ছেন, সেখানেও একই প্রশ্ন আলোচনা ক্রিকেট সমর্থকদের মধ্যে। তবে এসব নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ, বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার উইকেট-কিপার ব্যাটার লিটন কুমার দাস।

বিজ্ঞাপন

এর অবশ্যও যথেষ্ট কারণও টেনে আনলেন স্টাইলিশ এ ব্যাটার। লিটনের মন্তব্য অনুযায়ী, সামনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ, এরপরই ছয় জাতির এশিয়া কাপ। তাই বিশ্বকাপের আগে এই দুই মিশন নিয়েই আপাতত মনোযোগী হতে যাচ্ছেন তারা। আর এখন আপাতত মূল মনোযোগ আফগান সিরিজ সামনে রেখেই।

রোববার (২৮ মে) রাজধানীর এক হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটন জানালেন, বিশ্বকাপ এখনও দেরি আছে । সোমবার থেকে একটা ক্যাম্প শুরু হবে। দেখা যাক, ক্যাম্প শুরু করি... যেহেতু ম্যাচ খেলিই জেতার জন্য, সবসময় জেতার লক্ষ্যই থাকবে।

এদিকে সাকিবের ইনজুরির কারণে আফগান সফরে একমাত্র টেস্টে লিটনকে কেন্দ্র করেই দল সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ, এ টেস্টে উইকেট-কিপার এ ব্যাটারের নেতৃত্বভার সামলানোর গুঞ্জন উঠেছে। 

বিজ্ঞাপন

অন্যদিকে, সর্বশেষ সিরিজে মোটেই ভালো সময় কাটেনি তারকা এ ব্যাটারের। তাই তার ফর্ম নিয়ে সমর্থকদের মধ্যে কিছুটা শঙ্কাও দেখা দিয়েছে। তবে নিজের অফ-ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন।

তার (লিটন) দাবি, ক্রিকেট প্রতিদিন ভালো খেলতে পারবেন না। একদিন ভালো খেলবেন, একদিন খারাপ করবেন। সেভাবে কিছু নিয়ে আমি উদ্বিগ্ন না। প্র্যাকটিস করব, দেখা যাক কী হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |