ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপা জিতলেন সিওনতেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ জুন ২০২৩ , ০১:৩৮ এএম


loading/img
ছবি- সংগৃহীত

টেনিস কোর্টে ফ্রেঞ্চ ওপেনেই মনে হয় প্রেমটা বেশ গাঢ় ইগা সিওনতেকের। কেননা ক্যারিয়ারের চতুর্থ গ্র‍্যান্ডস্লামের মধ্যে ক্লে কোর্টের এই টুর্নামেন্টেই যে বেশি সফল তিনি। রোলা গারোতে এই নিয়ে তৃতীয়বারের মতো জয়রথ ছোটালেন পোলিশ এই টেনিস তারকা। 

বিজ্ঞাপন

শনিবার (১০ জুন) প্যারিসে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুখোভাকে ৬-২, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন সিওনতেক। সব মিলিয়ে এই ওপেনে তৃতীয় শিরোপা জিতে সেরেনা উইলিয়ামস ও মনিকা সেলেসের মতো কিংবদন্তিদের পাশে বসলেন তিনি। 

তবে ফরাসি ওপেনের সফলতম নারী তারকা ক্রিস এভার্টকে ধরতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে। ১৯৭৪ থেকে ১৯৮৬ পর্যন্ত রোলা গারোতে ৭টি শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই কিংবদন্তি। 

বিজ্ঞাপন

এদিন টানা দ্বিতীয়বারের মতো এই গ্র্যান্ডস্লাম জিতে জাস্টিন হেনিনকেও ছুঁয়েছেন সিওনতেক। ১৬ বছর আগে শেষবারের মতো টানা দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন হেনিন।

ফাইনালের আগে থেকেই অবশ্য ফেবারিটের তকমা পেয়ে আসছিলেন সিওনতেক। গ্র্যান্ড স্লামে আগের তিন ফাইনালে কোনো সেট না হারা এই পোলিশ অবাছাই মুখোভার বিপক্ষেও প্রথম সেট ৬-২ এ জিতেছেন অনায়াসেই। 

তবে দ্বিতীয় সেটেও ৩-০ গেমে এগিয়ে থেকেও মুখোভা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সেট জিতে নেয় ৭-৫ গেমে। তৃতীয় সেটেও ২-০ তে এগিয়ে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য সিওনতেকেরই জয় হয়। তাতে চার বছরের মধ্যে চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতে নিলেন এই পোলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |