বর্ণবাদ ক্রীড়াজগতের এক কালো অধ্যায়।নিউগিনির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। জয়ের রাতে বর্ণবাদের প্রতিবাদে তারা কালো জার্সি পরে মাঠে নেমেছিল। যদিও পরে হলুদ জার্সি পরে তারা। ম্যাচ শুরুর আগে হাঁটুগেড়ে বসে করেছিল প্রতিবাদও।
ব্রাজিলের এই ম্যাচটি খেলার মূল উদ্দেশ্যই ছিল বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এই ম্যাচের স্লোগান ছিল ‘বর্ণবাদ নিয়ে আর কোনো খেলা না।’ ভিনিসিয়ুসের প্রতি বারবার বর্ণবাদী আচরণের প্রতিবাদ হিসেবে এই ম্যাচ খেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কিন্তু সেই ম্যাচেও ছিল বর্ণবাদের থাবা। মাঠে যেখানে সেলেসাওরা প্রতিবাদ করছেন বর্ণবাদের বিরুদ্ধে, মাঠের গেটে ঠিক তখন বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়রেরই এক বন্ধু।
ভিনিসিয়ুসের বন্ধু ও উপদেষ্টা ফিলিপে সিলভাকে শিকার হতে হয়েছে বর্ণবাদী আচরণের। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দেয়া তথ্য অনুযায়ী, মাঠে প্রবেশের সময় ফিলিপেকে চেক করার সময় তামাশা করেন গেটের নিরাপত্তাকর্মী। পকেট থেকে কলা বের করে তাকে বলেন হাত ওপরে তোলো, এটাই তোমার জন্য পিস্তল।
এই ঘটনার প্রতিবাদে টুইটারে ভিনি লিখেছেন, ‘আমি যখন ঐতিহাসিক কালো জার্সিতে খেলছিলাম, তখন আমার বন্ধুকে অপমান করা হলো, তাকে নিয়ে তামাশা করা হলো। এমন আচরণ দুঃখজনক। ব্যাকস্টেজ জঘন্য ছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ কোথায়?’
রিয়াল মাদ্রিদে খেলার সময় প্রায় সময়ই বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস জুনিয়র। তারই প্রতিবাদে ইতিহাসে প্রথমবারের মতো কালো জার্সি পড়ে মাঠে নামে ব্রাজিল। বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আফ্রিকান দেশ সেনেগালের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে সেলেসাওরা।