ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

একযুগ ধরে অবহেলার মাশুল গুনছেন তামিম!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ , ১১:০৫ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ম্যাচের আগেই নানান আলোচনা, আদ্য শতভাগ ফিট কিনা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এ নিয়ে বিচলিত টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অন্যদিকে ঘটনার প্রবাহ খুঁজতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন এশিয়া কাপ আর ওয়ানডে বিশ্বকাপের আগে দলের ভেতর এ যেন থমথমে এক পরিস্থিতি।

বিজ্ঞাপন

তবে শীতলাবস্থা কিংবা চট্টগ্রামের বৈরী আবহাওয়া; সব কিছু ছাড়িয়ে আবারও ফারুকি ‘জুজু’র ফাঁদে বন্দি টাইগার কাপ্তান। ২২ গজে চারবারের দেখায় প্রতিবারই অসহায় আত্মসমর্পণের বলি হয়েছেন মিস্টার খান। গেল বছরে তিনবার আফগান এই পেসারের ফাঁদে পরার পর চলতি বছরও সিরিজের প্রথম ওয়ানডেতে একই পথে হাঁটলেন তামিম।

ঘরের মাঠে প্রায় এক বছর ৪ মাস বিরতিতে আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে তামিমের সামনে ফারুকি বাধা কাটানোর সুযোগ ছিল। তবে এবারও সেই বৃত্তেই ধরা পরেন দেশসেরা এই ওপেনার।

বিজ্ঞাপন

মাঠে নেমে শুরু থেকেই বেশ চাপে ছিলেন টাইগারদের নেতা। ফারুকির প্রথম ওভারের প্রথম পাঁচ বলে বেশ বেগ পেতে হয়েছিল তামিমকে। তবে এই যাত্রায় রক্ষা পেয়েছিলেন তিনি। কিন্তু ফারুকির ব্যক্তিগত চতুর্থ ওভারেই হতাশ হয়ে মাঠ ছাড়েন তামিম। ১৩ রানে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। এতে ‘তামিম বনাম ফারুকি’ লড়াইয়ে আবারও জয়ী ফারুকি।

ম্যাচে আউট হওয়া কিংবা অল্প রানেই ফিরে যাওয়া; নিত্যদিনের ঘটনা। তবে ফারুকির উল্লাস আর তামিমের অসহায়ত্বের ছবিটা যেন নিয়মিত ঘটনা। ২০২২ সালে প্রতিটি সাক্ষাতেই তামিমকে বোকা বানিয়ে নিজের ঝুলিতে উইকেট তুলে নেন ফারুকি। প্রথম দুই ওয়ানডেতে এলবিডব্লিউ’র ফাঁদ আর সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচের ফারুকির বলেই বোল্ড হয়ে ফিরেছিলেন টাইগারদের এই প্রাণভোমরা।

তবে তামিমের জন্য এসব ঘটনা নতুন কিছুই না। বরাবরই প্রতিপক্ষের বোলারকে স্বাভাবিকভাবে নিয়ে সেই ফাঁদেই কাটা পরেছেন তিনি। এর আগেও ২০১১ সালে জিম্বাবুয়ের বোলার ব্রায়ান ভাইটালিস ভিটোরিকে ‘অরডিনারি’ হিসেবেই অভিহিত করেছিলেন তামিম। শেষ পর্যন্ত তার কাছেই নাস্তানাবুদ হয়েছিলেন চট্টগ্রামের এই ক্রিকেটার। আর হারারেতে সেই ভিটোরির কাছেই একমাত্র টেস্টে হেরেছিল টাইগাররা। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৫ রানে তার বলেই আউট হয়েছিলেন তামিম।

বিজ্ঞাপন

ফিটনেস নিয়ে বরাবরই দ্বিধাগ্রস্ত তামিম, অন্যদিকে চিন্তার ভাঁজ টিম ম্যানেজম্যান্টের কাঁধেও। তবে বিশ্ব আসরের আগে সময় খুবই কম। আর তাই প্রশ্ন জাগেই, সব সমস্যা উড়িয়ে যথার্থ জবাব দিতে পারবেন তো মিস্টার খান!

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |