ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

জামালকে জার্সি পাঠালেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুলাই ২০২৩ , ০৯:০৪ এএম


loading/img
ছবি- সংগৃহীত

এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা না হওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের জন্য অপেক্ষা করেও আয়োজকদের কারণে তার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ দলপতি জামাল ভূঁইয়ার। আর তাতেই ক্ষোভে ও সমালোচনায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা। 

বিজ্ঞাপন

তবে নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছিলেন মার্টিনেজকে উপমহাদেশে আনার কারিগর শতদ্রু দত্ত। ফেসবুক থেকে ঘটনা জেনে সংবাদমাধ্যমকে তিনি জানান, বলুন তো, মার্তিনেজের দোষ কী! ও কি জামালকে চেনে নাকি! আমিই তো চিনি না। চিনলে অবশ্যই দেখা করিয়ে দিতাম।

বিজ্ঞাপন

একে তো মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে তিনি হয়েছেন সমালোচিত। তার উপর জামাল ভূঁইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তারকা আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে করতে পারেননি দেখা। সেটি নিয়ে তো রীতিমতো ক্ষোভে ফেটে পরেছেন ফুটবল প্রেমীরা। 

আর সে কারণেই যেন 'গরু মেরে জুতা দান' করলেন শতদ্রু। বাংলাদেশ দলপতির মন ভালো করতে তিনি মার্টিনেজের স্বাক্ষর করা একটি জার্সি পাঠিয়েছেন। 

বিজ্ঞাপন

এদিকে মার্টিনেজ হয়তো বুঝতে পেরেছেন যে জার্সি পেয়ে জামাল অপমানবোধ করতে পারেন। সে কারণে জার্সির সঙ্গে দিয়েছেন শুভেচ্ছাবার্তাও। 

এমি শুভেচ্ছাবার্তায় লেখেন,  ‘চিয়ার্স, জামাল।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |