ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ , ০৯:০৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে মৌসুম শুরুর আগেই বড় এক দুঃসংবাদ পেয়েছে লস ব্লাঙ্কোস শিবির। অনুশীলনে বড় ইনজুরিতে পড়েছেন দলটির প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া। বাঁ পায়ের হাঁটুর চোটে পড়ে অশ্রুভেজা চোখে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন বেলজিয়ান এই গোলরক্ষক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ আগস্ট) রিয়াল মাদ্রিদের অনুশীলনের মাঝপথেই কোচ কার্লো আনচেলত্তির জন্য খারাপ খবরটি আসে। এক বিবৃতিতে কোর্তোয়ার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। কোর্তোয়ার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই তার অস্ত্রোপচার করার কথা জানিয়েছে ক্লাবটি।

বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় কোর্তোয়ার বাঁ পায়ের হাঁটুতে ইনজুরি ধরা পড়েছে। যার কারণে তার এমআরআই করানো হবে। চিকিৎসকদের ধারণা, অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। সে কারণে আগামী কয়েকদিনের মধ্যেই তার অস্ত্রোপচার করার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। 

বিজ্ঞাপন

জানা গেছে, বেলজিয়ান গোলরক্ষকের আঘাতের স্থানটি বেশ ফুলে গেছে। ফোলা কমলে এমআরআই করানো হবে কোর্তোয়ার। সেই রিপোর্ট পেলেই তার চোট কতটা গুরুতর সেটি নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ মাধ্যম 'গোল ডট কম' এর মতে, লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েছেন থিবো কোর্তোয়া। সে কারণে পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হতে পারে বেলজিয়ামের এই গোলরক্ষককে। মৌসুমের শুরুতে না থাকায় রিয়াল মাদ্রিদকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ইউক্রেনের আন্দ্রে লুনিনকে বেছে নিতে হবে। 

এই মুহূর্তে কোর্তোয়ার ইনজুরি কেবল রিয়ালের জন্যই নয়, বেলজিয়ামের জন্যও এটি বড় দুঃসংবাদ। আঘাত গুরুতর হলে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া ইউরোর বাছাইপর্বেও দ্বিতীয় স্থানে আছে দলটি। এক ম্যাচ কম খেলে অস্ট্রিয়ার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে রেড ডেভিলরা।

বিজ্ঞাপন

৩১ বছর বয়সী কোর্তোয়া ২০১৮ সালে চেলসি থেকে রিয়ালে যোগ দেন। কিন্তু শুরুর দিকে তার পারফরম্যান্স একটু খারাপ যায়। এরপর রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন তিনি। দুর্দান্ত কিছু সেভে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ বের করেছেন এই বেলজিয়াম শট স্টপার। 

কোর্তোয়ার জায়গা পূরণে লস ব্লাঙ্কোসদের বেশ ভুগতে হবে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এরমধ্যেই ২৩০টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ের মধ্যে রিয়ালের সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারও তারকা এই গোলকিপার। কোর্তোয়া এখন পর্যন্ত দুটি লা লিগা শিরোপার সঙ্গে একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। 

আগামী শনিবার (১২ আগস্ট) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল। সেই ম্যাচে কোর্তোয়ার জায়গায় দেখা যেতে পারে অপর গোলরক্ষক লুনিনকে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |