ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কৃত্রিম ঘাসের মাঠে খেলবেন কি না, জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ , ০৩:২২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে কৃত্রিম ঘাসের মাঠে সবসময় খেলে থাকে ছয়টি দল। তাই ইনজুরির শঙ্কায় সেখানে টার্ফের গালিচায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়েই শঙ্কা ছিল। 

বিজ্ঞাপন

তবে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের মন্তব্য, কৃত্রিম ঘাসের মাঠে খেলতে তার অসুবিধা নেই। বহু আগে টার্ফের মাঠে খেলেছেন তিনি। চেষ্টা করবেন ওই অভিজ্ঞতা কাজে লাগানোর।

মেসির ভাষ্যমতে, সতীর্থদের সঙ্গে কথা বলেছি, যারা অনেক দিন মায়ামিতে আছেন। তাদের এখনও অনেক কিছু নিয়ে ভুগতে হয়। তবে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। কৃত্রিম ঘাসের বিষয়টিও তেমন। একাডেমিতে থাকতে টার্ফে খেলেছি, সে অনেক বছর আগের কথা। কৃত্রিম ঘাসের মাঠে খেলতে আমার আপত্তি নেই।

বিজ্ঞাপন

চলতি বছরে এখনও কৃত্রিম ঘাসের মাঠে দুটি ম্যাচ খেলতে হবে মেসির ইন্টার মায়ামির। আগামী ১৬ সেপ্টেম্বর আটালান্টা ও ২১ অক্টোবর শার্লটের বিপক্ষে টার্ফের মাঠে খেলতে হবে। মেসির জন্য মাঠ পরিবর্তন হতে পারে, কোনো পক্ষই এমন ইঙ্গিত দেননি।

এদিকে লিগস কাপের ফাইনালে আগামী রোববার (২০ আগস্ট) ন্যাশভিল এসসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

এ প্রসঙ্গে মেসি বলেন, এখন আমার নতুন লক্ষ্য ক্লাবকে ঘিরে। ক্লাবকে শিরোপা জিততে সাহায্য করার জন্য এখানে এসেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |