• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

জাকাকে হটিয়ে পিসিবিতে ফিরছেন নাজাম!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৩, ১০:২৬
জাকাকে হটিয়ে পিসিবিতে ফিরছেন নাজাম!
ছবি- সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ৪৩ দিন। আর বিশ্বকাপের প্রস্তুতি মিশন হিসেবে আখ্যায়িত ছয় জাতির টুর্নামেন্ট এশিয়া কাপের এক সপ্তাহও বাকি নেই। তবে এরই মধ্যে গণমাধ্যমে গুঞ্জন, ফের পরিবর্তন আসতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদে। জাকা আশরাফকে হটিয়ে আবারও ফিরতে পারেন নাজাম শেঠি।

এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

চলতি বছরেই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে সামনে রেখে এখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশটির রাষ্ট্রক্ষমতা। সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য রাজনৈতিক পদে থাকা ব্যক্তিদের দায়িত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ন সরকার আনোয়ারুল-উল-হক কাকার।

পিসিবির চেয়ারম্যানের পদটিও রাজনৈতিক। ক্ষমতাবলে পিসিবির চেয়ারম্যান নিয়োগের দায়িত্বে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যে কারণে ইমরান খানের চ্যাপ্টার শেষ হওয়ার পরপরই ক্ষমতা হারান রমিজ রাজাও।

আর তত্ত্বাবধায়ন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে জাকা আশরাফকে রাজনৈতিক নিয়োগ হিসেবে চিহ্নিত করেছে ইন্টার প্রভিনসিয়াল কো-অর্ডিনেটর মিনিস্ট্রির প্রতিনিধিদল। এ ছাড়া ল্যান্ড কমিশনের চেয়ারম্যান পীর সায়েদ আহমেদ নওয়াজ শাহকেও চিহ্নিত করার পর চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠি বা প্রজ্ঞাপনের ‘জি’ অনুচ্ছেদ অনুযায়ী, রাজনৈতিক বিবেচনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধানদের অবিলম্বে চাকরির অবসান নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফি জয়ীদের ‘আইকনিক ব্লেজার’ উপহার দেবে পিসিবি
পক্ষপাতিত্বের অভিযোগে ফ্যাক্ট-চেকিং বন্ধ করবে মেটা 
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে পিসিবির শর্তে রাজি ভারত!
হাইব্রিড মডেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শোয়েব আখতার