ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরাসরি চুক্তিতে চট্টগ্রামে হারিস-নাজিবউল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:২৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য পাকিস্তানের মোহাম্মদ হারিস এবং আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরানকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের টানার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিপিএলের সবশেষ আসরে ভালো করতে না পারায় এবার আগেভাগেই দল গোছাতে শুরু করেছে চট্টগ্রাম। এরই অংশ হিসেবে টি-টোয়েন্টির দুই পরিচিত ক্রিকেটার হারিস এবং নাজিবউল্লাহকে দলে টেনেছে তারা। তারা দুজনই টি-টোয়েন্টি বেশ পরিচিত মুখ। বিশ্বের নানান প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন তারা।

এদিকে দল গোছানো শুরু করে দিয়েছে রংপুর রাইডার্সও। সাকিব আল হাসানসহ বেশকিছু নামীদামী তারকাকে দলে টেনেছে রংপুর। রংপুরের জার্সিতে ওয়ানিন্দু হাসারাঙ্গা, বাবর আজম, নিকোলাস পুরানসহ বেশ কিছু ক্রিকেটার খেলবেন। এ ছাড়া দেশিদের মধ্যে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান এবং হাসান মাহমুদও আছেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে জাতীয় নির্বাচনের পর ২০২৪ সালে মাঠে গড়াবে এবারের বিপিএল। আর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। যদিও এখনও আসরের সূচি চূড়ান্ত হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |