ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

দলের দুর্বলতা নিয়ে কথা বলতে নারাজ সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০২ এএম


loading/img
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এরই মধ্যে আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে এবারের আসর থেকে আর কোনো কিছু পাওয়ার নেই সাকিব আল হাসানের দলের। নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে লাল-সবুজেরা। 

বিজ্ঞাপন

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের নিয়ম রক্ষার ম্যাচের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষে আবারও ওয়ানডে বিশ্বমঞ্চের লড়াইয়ে মাঠে নামতে হবে সাকিব বাহিনীর। আর এশিয়া কাপের এবারের আসর বাংলাদেশের জন্য হতাশার নামই বটে। মূলত ব্যাটিং ইউনিটের কারণেই ভুগেছে পুরো দল। আসরে ৪ ম্যাচের মধ্যে দুই ম্যাচে ২০০ রানও করতে পারেনি টাইগাররা। তবে দলের কোনো জিনিসে সন্তুষ্ট আর কোথায় অসন্তুষ্ট, তা নিয়ে গণমাধ্যমে কথা বলতে নারাজ টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ভারতের সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব জানান, এগুলো (দলের শক্তি-দুর্বলতা) আসলে মিডিয়াতে বলার কিছু না। কোনো জিনিসে আমি সন্তুষ্ট আর সন্তুষ্ট না। এগুলো টিম ম্যানেজমেন্টের আলোচনার বিষয় এবং সমাধান বের করার বিষয়।

বিজ্ঞাপন

দলের ব্যাটিং প্রসঙ্গে সাকিবের ভাষ্য, অবশ্যই হতাশার। যে ধরনের আমাদের ইচ্ছা ছিল, সে রকম হয়নি। পরের সিরিজে হয়তো সবাই কামব্যাক করতে পারে।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের দাবি, দলের সবাই যথেষ্ট সামর্থ্যবান। সাকিবের ভাষ্যমতে, আসলে যারা জাতীয় দলে খেলে সবাই সামর্থ্যবান। এখানে নতুন, পুরাতন, অভিজ্ঞ, অনভিজ্ঞ নিয়ে চিন্তা করার কিছু নেই। দল হিসেবে যদি ভালো খেলতে পারি, তাহলে আমাদের জন্য ভালো। সবার সামর্থ্য আছে বলেই তারা দলে আছে। সবাই যে সবসময় ভালো করবে তা না, খারাপ করবে সেটাও না। যার ভালো করেছে, তাদের জন্য ভালো; যারা করতে পারেনি তারা যেন সামনে সেটা করতে পারে।

ভারতের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে সাকিব আরও যোগ করেন, আমরা যদি শেষ ম্যাচে জিতে দেশে যেতে পারি, তাহলে আমাদের জন্য ভালো কিছু হবে। এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না। শুধু জিততেই চাই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |