ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক অভিষেকে ১৫ রানে অলআউট দল, যার অতিরিক্তই ৫

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৫৬ এএম


loading/img

চীনের হ্যাংঝুতে শুরু হয়েছে এশিয়ান গেমসের আসর। অবশ্য আগামী ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিভিন্ন ইভেন্টের খেলা। এবার এশিয়ান গেমসে দীর্ঘ ১৩ বছর পর ফিরেছে ক্রিকেট ইভেন্ট। যেখানে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভারত ও মঙ্গোলিয়ার নারী ক্রিকেট দল। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ‘এ’ গ্রুপের দুই দল ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া। ম্যাচটি আবার মঙ্গোলিয়া নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তবে নিজেদের অভিষেক ম্যাচেই মঙ্গোলিয়ার মেয়েদের সঙ্গে ঘটেছে অবাক করা এক কাণ্ড। 

বিজ্ঞাপন

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে প্রথমে ব্যাট করতে নামে ইন্দোনেশিয়া। নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৮৭ রান সংগ্রহ করে তারা। মঙ্গোলিয়ার বোলাররা বল হাতে উদারহস্তে অতিরিক্ত রান দেয়। ইনিংসে ৪৯ রানই ছিল অতিরিক্ত খাত থেকে আসা, তার মধ্যে ৩৮টি ছিল ওয়াইড এবং ১০টি ছিল নো বল।

এরপর ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারে মাত্র ১৫ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। তার মধ্যে ৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। মঙ্গোলিয়ার ব্যাটাররা করতে পারে মাত্র ১০ রান। তার মধ্যে আবার ওপেনার বাতজারগার একাই করেন ৫ রান। এছাড়া সাত জন আউট হন শূন্য রানে। বল হাতে ইন্দোনেশিয়ার আন্দিয়ানি এক ওভারে তিন উইকেটসহ মোট চারটি উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |