ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রুটের ফিফটি, বড় সংগ্রহের বার্তা ইংলিশদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ০৪:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েই নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। এবার বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হলেও ৬৪ রানেই দুই ওপেনারকে হারায় জস বাটলারের দল। তবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নিয়ে বড় সংগ্রহের বার্তা দিচ্ছে ইংলিশরা।

বিজ্ঞাপন

পঞ্চম উইকেটে ক্রিজে নেমে জো রুটের সঙ্গে জুটি গড়েন জস বাটলার। এরপর ক্রমেই উইকেটে থিতু হতে থাকেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে দ্রুতই ব্যক্তিগত ৫০ রান তুলে নেন রুট। ইনিংসের ৩০তম ওভারে বোল্টের বল আলতো করে ঢেলে দিয়ে ১ ছক্কা ও ২ চারে ৫৭ বলে চলতি বিশ্বকাপের প্রথম ৫০ রানে নাম লেখান রুট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৯ রান তুলেছে ইংল্যান্ড। জো রুট ৫৩ ও জস বাটলার ৪০ রানে ব্যাট করছেন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপের রানের খাতা খুলেন জনি বেয়ারস্টো।

শুরুর সেই আগ্রাসী মনোভাব ধরে রেখে ব্যাটিং করতে থাকেন বেয়ারস্টো। তবে আরেক ওপেনার ডেভিড মালান কিছুটা ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকেন। কিন্তু অষ্টম ওভারে এসে সাজঘরে ফেরেন মালান। দলীয় ৪০ রানের মাথায় ম্যাট হেনরির বলে উইকেটের পিছনে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যক্তিগত ১৪ রানে।

এরপর জো রুটকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন বেয়ারস্টো। কিন্তু ক্রিজে থিতু হতে পারেননি তিনি। দলীয় ৬৪ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে লং অফে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। বিদায়ের আগে ৩৫ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৩ রান করেন তিনি।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেটে ক্রিজে নেমে আগ্রাসী ব্যাটিং শুরুটা হ্যারি ব্রুক। তবে দ্রুত রান তুলতে গিয়ে রাচিন রবীন্দ্রর ঘূর্ণি জালে আটকা পড়েন টপ-অর্ডার এই ব্যাটার। ১৬ বলে ২৫ রান করে দলীয় ৯৪ রানের সাজঘরে ফিরেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |