ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের জন্যই বেঁচে আছি, বলছেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ , ০৬:৫৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। ব্যাট হাতে রান খরায় দল থেকে বাদই পড়ে যাচ্ছিলেন তিনি। তবে চলমান ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন তারকা এই ব্যাটার। সবশেষ নেদারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ২২তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন তিনি। সে ম্যাচে ৩০৯ রানের রেকর্ড জয়ের পর ওয়ার্নার বলেছেন, বিশ্বকাপের জন্যই তিনি বেঁচে আছেন। 

বিজ্ঞাপন

গতকাল (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেম ডাচদের বিপক্ষে ওয়ার্নার ৯৩ বলে ১১টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সহায়তায় ১০৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রান করার পর বিশ্বকাপে এটি ছিল তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। এ নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তিনি ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন। এতে করে সাবেক সতীর্থ রিকি পন্টিংয়ের পাঁচ সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছেন তিনি। 

ছয়টি সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সংখ্যাকে স্পর্শ করেছেন ওয়ার্নার। একই সাথে ভারতীয় বর্তমান অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড সাত সেঞ্চুরির থেকে এখন আর মাত্র একটি সেঞ্চুরি দুরে রয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

স্টার স্পোর্টসকে ওয়ার্নার বলেছেন, ‘এটা এমন এক মুহূর্ত যার জন্য প্রতিদিন অপেক্ষা করি। আমরা এই বিশ^কাপে খেলার জন্য মুখিয়ে থাকি। চার বছর পর পর যখন একটি করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তখন সেখানে নিজেকে প্রমান করতে সবাই চেষ্টা করে। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে যা করি সেগুলোকে ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা এখানে করার চেষ্টা করি। যারা এত বড় মঞ্চে নিজেদের প্রমান করতে পারে তারা সত্যিই বিশেষ খেলোয়াড়।’

ওয়ার্নারের সেঞ্চুরির ইনিংসি অবশ্য গ্লেন ম্যাক্সওয়েলের ৪০ বলের বিশ্বকাপ রেকর্ড সেঞ্চুরির কাছে চাপা পড়ে গেছে। শুক্রবার ৩৭ বছরে পা রাখতে যাচ্ছেন ওয়ার্নার। ঐ দিন সেঞ্চুরির আনন্দ উদযাপন করতে চান এই অস্ট্রেলিয়ান ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারে এ পর্যন্ত ৬৭২৯ রান সংগ্রহ করেছেন ওয়ার্নার। টেস্টে ইতোমধ্যেই প্রায় সাড়ে আট হাজার রান করে ফেলেছেন। এর মধ্য ত্রিপল সেঞ্চুরিও রয়েছে। টি২০ আন্তর্জাতিক ম্যাচেও ওয়ার্নারের রয়েছে ৩ হাজার রান। 

ওয়ার্নার বলেন, ‘এই মুহূর্তে আমরা বর্তমান নিয়ে আছি। ২০ কিংবা ৩০ বছর পর আমি এই মুহূর্তগুলো উপভোগ করবো। তখন এই রান ও রেকর্ডগুলো আমাকে নি:সন্দেহে আনন্দ দিবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |