ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানকে গম্ভীরের খোঁচা 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ , ০৬:১১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের দামামা শেষ হতে না হলেই আলোচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছয় মাস পর শুরু হতে যাওয়া আসরে পাকিস্তানের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন ভারতের সাবেক তারকা ব্যাটার গৌতম গম্ভীর। বাবর-রিজওয়ানদের খোঁচা দিয়ে বলেছেন, পাকিস্তান ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না।

বিজ্ঞাপন

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০ দল নিয়ে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসর শুরু হতে এখনও ছয় মাস বাকি থাকলেও এক সাক্ষাৎকারে টুর্নামেন্টটি নিয়ে কথা বলেছেন গম্ভীর। যেখানে বাজে ফিল্ডিংয়ের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না বলে খোঁচা দিয়েছেন তিনি। 

গম্ভীর বলেন, পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গিয়েছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।’

বিজ্ঞাপন

গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখিয়েছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল রোহিত শর্মার দল। তবে তীরে এসে তরী ডুবিয়েছে স্বাগতিকরা। শিরোপার লড়াইয়ে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। অন্যদিকে পাকিস্তান বাদ পড়ে গ্রুপ পর্বেই।

সে প্রসঙ্গ তুলে এনে গম্ভীর বলেন, ভারত কত বার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দু’কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছাতেই পারে না।

গম্ভীর আশা করছেন, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ট্রফি খরা কাটবে। ২০০৭ সালে অভিষেক আসরে শিরোপা জেতা ভারত সবশেষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |