ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নারী আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ , ০২:৫২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

নারী আইপিএলের দ্বিতীয় আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই আসর। 

বিজ্ঞাপন

এরপর ১৭ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। এবারের আসরের সবগুলো ম্যাচ বেঙ্গালুরু এবং দিল্লিতে অনুষ্ঠিত হবে।

আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। উদ্বোধনী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়বে গতবারের শিরোপা জয়ীরা।

বিজ্ঞাপন

এবার ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবারের মতো এবারও লিগ পর্বের সেরা দল সরাসরি ফাইনাল খেলবে। 

অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় দল এলিমিনেটরে মুখোমুখি হবে। যেখানে ফাইনালে উঠবে জয়ী দল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |