ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘কোহলি আমার দিকে থুতু মেরেছিল’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ , ১১:১৬ এএম


loading/img
ছবি- সংগৃহীত

কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডিন এলগার। তবে এবার ভারতীয় টপ-অর্ডার ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ২০১৫ সালে মোহালি টেস্টে এলগারকে থুতু মেরেছিলেন কিং কোহলি।

বিজ্ঞাপন

সে সময়ে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে গিয়েছিল প্রোটিয়ারা। আর সিরিজের প্রথম ম্যাচ ছিল মোহালিতে। সেই টেস্ট চলাকালে কোহলির সঙ্গে এলগারের কথার লড়াই হয়েছিল। তখনই এলগারের দিকে থুতু মেরেছিলেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক।

সম্প্রতি ‘ব্যান্টার উইথ দ্য বয়েজ’ পডকাস্টে এলগারের ভাষ্য, যখন আমি ব্যাট করতে যাই, তখন (রবিচন্দ্রন) অশ্বিন আর ওর নাম কী... (রবীন্দ্র) জাদেজার বিরুদ্ধে কঠিন লড়াই করে নিজের মতো খেলছিলাম। সে সময় কোহলি যেন আমার দিকে থুতু ছিটিয়েছিল।

বিজ্ঞাপন

তবে ওই সময়ে ছেড়ে কথা বলেননি এলগারও। স্থানীয় ভাষায় তিনিও কোহলিকে গালি দিয়েছিলেন। বিষয়টি নাকি কোহলি বুঝতেও পেরেছিল। 

এলগারের মন্তব্য, হ্যাঁ, সে পেরেছিল। কারণ, (দক্ষিণ আফ্রিকার আরেক সাবেক তারকা এবি) ডি ভিলিয়ার্স আরসিবিতে (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) তার সতীর্থ ছিল।

যদিও পরবর্তীতে তাদের দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল। ২০১৭-১৮ মৌসুমে ফের ভারত গিয়েছিল প্রোটিয়ারা। সেই সফরে এলগারের কাছে ক্ষমা চেয়ে তাদের মধ্যকার তিক্ততা মিটিয়ে নেন কোহলি। সিরিজ শেষে একসঙ্গে পানশালাতেও গিয়েছিলেন তারা।

বিজ্ঞাপন

গত ৩ জানুয়ারি কেপটাউনে ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলেন এলগার। সে সময়ে প্রোটিয়া এই ব্যাটারের আউটে সতীর্থদের উদযাপনে নিষেধ করেন কোহলি। একপর্যায়ে কাছে এসে তাকে বুকেও টেনে নিয়েছিলেন কোহলি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |