ঘন কুয়াশার কারণে প্রস্তাবিত পাকিস্তান সফর স্থগিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ খবর পুরনো। নতুন খবর হলো কুয়াশা নয়, নিরাপত্তার কারণে এ সফর স্থগিত করেছে ক্যারিবীয়রা।
একাধিক সূত্র মতে, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে দলের কয়েকজন শীর্ষ খেলোয়াড় শঙ্কা জানানোয় সফরটি স্থগিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ সফরে সরফরাজ বাহিনীর সঙ্গে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল গেইলদের।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এ সফর নিয়ে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিইনি। আশা করছি, আগামী বছর সুযোগ বুঝে প্রস্তাবিত সফরটি হবে।
তবে পিসিবিরই একটি সূত্র জানিয়েছে, ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ড্যারেন ব্রাভোর মতো তারকা খেলোয়াড়েরা আপত্তি জানানোয় সফরটি স্থগিত করা হয়েছে। অবশ্য পাকিস্তানের নিরাপত্তা নিয়ে পজিটিভ রিপোর্ট দেয় আইসিসির পর্যবেক্ষণকারী দল। তবু লাহোর সফরে ভেটো দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।
আইসিসির পর্যবেক্ষণকারী দল ইতিবাচক রিপোর্ট দেয়ার পর গেলো সেপ্টেম্বরে লাহোরে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে বিশ্ব একাদশ। এরপর ২৯ অক্টোবর একই ভেন্যুতে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে শ্রীলংকা।
সূত্র জানায়, বিশ্ব একাদশ ও শ্রীলংকা নির্বিঘ্নে পাকিস্তান সফরের পরও ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ভীতি কাটেনি। তবে সময় সুযোগ বুঝে সফরটি হবে।
ডিএইচ