ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রেকর্ডবুক ওলটপালট করে ইউনাইটেডকে জেতালেন হইলুন্দ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৫৪ এএম


loading/img
ছবি-সংগৃহীত

চলতি মৌসুমেই রাসমুস হইলুন্দকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানইউ’র চাহিদা পূরণ করতে পারছিলেন না ৮৭৩ কোটি টাকায় কেনা এই ফুটবলার। রেড ডেভিলদের হয়ে নিজের প্রথম মৌসুমে প্রায় ১৪ ম্যাচেই ছিলেন গোলবঞ্চিত। 

বিজ্ঞাপন

এবার সমর্থকদের হতাশার গ্লানি মুছে দুরন্ত বেগে ছুটছেন ডেনমার্কের এই ফুটবলার। দলটির হয়ে টানা ৬ ম্যাচে গোল করেছেন তিনি। তার জোড়া গোলে ভর করে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় তুলে নিয়ে তালিকার ষষ্ঠস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) কেনিলওয়ার্থ রোডে স্বাগতিক লুটন টাউনকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। 

বিজ্ঞাপন

ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধের শুরুতেই জোড়া গোল হজম করে লুটন টাউন। ম্যাচের প্রথম মিনিটেই স্বাগতিকদের জালে বল জড়িয়ে ম্যান ইউকে লিড এনে দেন ড্যানিশ ফরোয়ার্ড রাসমাস হইলুন্দ।

এর ৬ মিনিটের ব্যবধানে নিজেদের দ্বিতীয় গোল আদায় করে এরিক টেন হ্যাগের শিষ্যদের আরেক ধাপ এগিয়ে নেন এই ফরোয়ার্ড।

লুটনের বিপক্ষে প্রথম গোলের পরই রেকর্ড গড়েন ডেনমার্কের এই ফুটবলার। ইংলিশ লিগে সব থেকে কম (২১ বছর ১৪ দিন) বয়সে টানা ৬ ম্যাচে গোল করেছেন তিনি।
 
তবে ম্যাচের ১৪তম মিনিটে কার্লটন মরিস, ম্যানইউ’র জাল খুঁজে নিলে গোল ব্যবধান কমে।

বিজ্ঞাপন

ম্যাচের বাকি সময় গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |