• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

একটি সিদ্ধান্তেই আইপিএলের দ্রুতগতির বোলার মায়াঙ্ক!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ এপ্রিল ২০২৪, ১৩:৫৭
মায়াঙ্ক যাদব
ছবি- বিসিসিআই

মায়াঙ্ক যাদব, ভারতের অন্যতম দ্রুতগতি সম্পন্ন আগ্রাসী বোলার। চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক হয়েছে তার। অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫ দশমিক ৮ কিমি এবং পরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫৬ দশমিক ৭ কিমি গতির বল করে ঢুকে গেছেন ইতিহাসের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলারদের তালিকায়। আইপিএলের ইতিহাসে তার চেয়ে জোরে বল করেতে পেরেছে কেবল তিনজন। তাই তাকে ঘিরে এখন স্বপ্ন বুনছে কোটি ভারতীয়।

প্রবাদে আছে ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’। অর্থাৎ যেকোনো কাজের আগে ফল কি হতে পারে; কিংবা সুবিধা-অসুবিধা কি, এসব বিশ্লেষণ করে তবেই কাজটা শুরু করতে হবে। কাজ শেষ করে ভেবে ফলপ্রসূ কিছু হবে না।

ছোটবেলা থেকে জানা এ প্রবাদ মাথায় আনলে ভারতীয় সেনসেশন মায়াঙ্ক যাদবকে হয়তো বোলিং করতে দেখা যেত না। কেননা, ইনজুরি প্রবণ মায়াঙ্কের কোচও ভেবেছিলেন তার ক্রিকেট খেলা নিরাপদ না। পরামর্শ দিয়েছিলেন না খেলার।

কিন্তু সেসব মাথায় না নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি উক্তি অনুযায়ী নিজেকে গড়েছেন মায়াঙ্ক। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন বোলিংয়ে গতির নতুন এ তারকা।

উক্তিটিতে বলা হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার আগে সেটি সঠিক কি না, সে বিচারে না গিয়ে আগে সিদ্ধান্ত নিয়ে সেটাকেই সঠিক প্রমাণ করা। আর মায়াঙ্ক হেঁটেছেন এ পথেই।

ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে গেছেন আর প্রমাণ করেছেন তিনি সঠিক ছিলেন। সুযোগ পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগে। আগ্রাসী বোলিংয়ে হয়েছেন দলের অপরিহার্য সদস্য। সেই সাথে তার পরিচিতি এখন বিশ্বব্যাপী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএল নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি ক্রিকেটার, কার ভিত্তিমূল্য কত
আইপিএলের মেগা নিলামে নাম উঠবে ১৩ বাংলাদেশির
আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত, কত কোটি রুপি অবশিষ্ট রয়েছে দলগুলোর?
যে স্বপ্ন পূরণ করে অবসর নিতে চান কোহলি