ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রাজস্থানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল লখনৌ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ০৯:৫৩ পিএম


loading/img
ছবি- বিসিসিআই

চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে সাতটিতেই জয়ের দেখা পেয়েছে দলটি। নিজেদের নবম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছে রাজস্থান। এই ম্যাচে রাজস্থানকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে লখনৌ।

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লখনৌয়ের। ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন ওপেনার কুইনটন ডি কক। ৩ বলে ৮ রান করেন এই প্রোটিয়া ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচে জয়ের নায়ক মার্কাস স্টোইনিস। ৪ বলে শূন্য রান করে তিনি।

এরপর দীপক হুদাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক লোকেশ রাহুল। দুজনেই তুলে নেন ফিফটি। ৩১ বলে রাহুল এবং ৩০ বলে অর্ধশতক পূরণ করেন দীপক। পরের বলেই সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।

বিজ্ঞাপন

কিন্তু এক প্রান্ত আগলে রাখেন রাহুল। তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান। তবে ইনিংস বড় করতে পারেননি পুরান। ১১ বলে ১১ রান করে আউট হন তিনি।

শেষ দিকে আভেশ খানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয় লোকেশ রাহুল। ৪৮ বলে ৭৬ রান করেন লখনৌ দলপতি। শেষ পর্যন্ত কুর্নাল পান্ডিয়ার ১১ বলে ১৫ রান এবং আইয়ুস বাদোনির ১৩ বলে ১৮ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রানের লড়াকু পুঁজি পায় লখনৌ।

রাজস্থানের হয়ে দুই উইকেট শিকার করেন সানদ্বীপ শর্মা। এ ছাড়াও ট্রেন্ট বোল্ট, আভেষ খান ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |