ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে বায়ার্ন শিবিরে ইনজুরি ধাক্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ মে ২০২৪ , ১১:১২ পিএম


loading/img
ছবি- গেটি ইমেজ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ড্র করায় ফাইনালের ওঠার লড়াই কঠিন করেছে বায়ার্ন। দ্বিতীয় লেগে রাফায়েল গুয়েরেইরোর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে আগামী বুধবার ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে জার্মান জায়ান্টরা।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) রাতে বুন্দেসলিগায় স্টুটগার্টের কাছে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয় গুয়েরেইরোকে ক্রাচে ভর করে মাঠ ছাড়তে দেখা গেছে। ম্যাচের ১৭ মিনিটে এই ডিফেন্ডার ইনজুরিতে পড়েন।

এ প্রসঙ্গে বায়ার্ন কোচ টমাস টুখেল স্কাই স্পোর্টসকে বলেছেন, সম্ভবত দ্বিতীয় লেগে রাফা খেলতে পারছেন না। এটা আমাদের জন্য দূর্ভাগ্যের।

বিজ্ঞাপন

এছাড়াও ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ারেরও খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবারের ম্যাচে সেরেহু গুরিয়াসির সাথে সংঘর্ষে মাথায় আঘাত পান ডায়ার। পরে তাকে মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলতে দেখা গেছে।

যদিও বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক এবারল বলেছেন ডায়ারের ইনজুরি নিয়ে তিনি অতটা চিন্তিত নন। এ সময় তিনি বলেন, ‘আমি তার সাথে কথা বলেছি, মনে হচ্ছেনা বিষয়টি ততটা গুরুতর।’

হাঁটুর ইনজুরির কারণে রিয়ালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ মিস করার পর ডাচ সেন্টার ব্যাক মাথিস ডি লিটের খেলাও অনিশ্চিত। কবে নাগাদ তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন তা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।  

বিজ্ঞাপন

গত মঙ্গলবার প্রথম লেগে ম্যাচে ঘরের মাঠে মাদ্রিদের সাথে ২-২ গোলে ড্র করেছিল বায়ার্ন। ডি লিটের পরিবর্তে মাঠে নামা কিন মিন-জায়ে রিয়ালের দুই গোলের জন্যই দায়ী ছিলেন। যে কারণে, ডি লিটের অনুপস্থিতি বেশ ভালভাবেই অনুভূত হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |