ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে রিয়ালের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৯:৪৪ এএম


loading/img
ছবি- সংগৃহীত

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা হচ্ছে না মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনির। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

বিজ্ঞাপন

আনচেলত্তি জানিয়েছেন, ইউরো ২০২৪-এর আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন ২৪ বছর বয়সী চুয়ামেনি। 

সংবাদ সম্মেলনে মাদ্রিদ বসের ভাষ্য, ‘সে ব্যক্তিগতভাবে কাজ করছে। তবে ফাইনালের জন্য চুয়ামেনি প্রস্তুত নন। সে কারণেই তার ছিটকে যাওয়া নিশ্চিত করছি। আশা করছি, ইউরোর আগে সম্পূর্ণ সুস্থ হয়ে সে মাঠে ফিরতে পারবে।’

বিজ্ঞাপন

এর আগে, গত ৮ মে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালে জয়ের ম্যাচটিতে বাঁ-পায়ের ইনজুরিতে পড়েন ফরাসি এই মিডফিল্ডার।

এদিকে আগামী ১ জুন ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। রেকর্ড ১৫ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ে টার্গেট নিয়ে মাঠে নামবে তারা। চুয়ামেনির অনুপস্থিতিতে আরেক ফরাসি তারকা এডুয়ার্ডো কামভিনগা মধ্য মাঠের নেতৃত্ব দিবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |