ফ্রেঞ্চ ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালের নারী একক থেকে অঘটনের শিকার হয়ে বিদায় নিলেন দুই বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী আরিনা সাবালেঙ্কা।
বিজ্ঞাপন
ফ্রান্সের ফিলিপ-চ্যাট্রিয়ারে সেরা আটের লড়াইয়ে রাশিয়ার ১৭ বছরের মিররা আন্দ্রিভার কাছে ২-১ সেটে হারেন বেলারুশের এই টেনিস তারকা।
প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় তুলে নেন সাবালেঙ্কা। তবে পরের দুই সেটে আন্দ্রিভার কাছে হার মানেন দুই বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
বিজ্ঞাপন
এদিকে একই মাঠে পুরুষ এককে সেরা চারের টিকিট কেটেছেন আলেকজান্ডার জাভেরেভ। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আলেক্সদে মিনাউর হারিয়েছেন ৩-০ সেটে।