• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভিএআর ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে: ডাচ কোচ কুমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১২:৪৫
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
ছবি-এএফপি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। শুরুতে ডাচরা এগিয়ে থাকলেও দুর্দান্ত কামব্যাকে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালের টিকিট পেয়েছে ইংলিশরা। তবে এই হারের জন্য ভিএআর সিস্টেমকে দুষছেন ডাচ কোচ কুমান।

এদিন সপ্তম মিনিটে গোল হজম করার পর ১৮ মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেইন। যদিও সেটা পেনাল্টি ছিল না বলে মত কুমানের। বক্সের ভেতর থেকে কেইনের শট নিলে তা ঠেকানোর চেষ্টা করেন ডেনজেল দামফ্রাইস।

কিন্তু উল্টো কেইনের পায়ে লাথি মেরে বসেন এই ডাচ ডিফেন্ডার। রেফারি প্রথমে ফাউল না দিলেও ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন।

রেফারির এই সিদ্ধান্ত মানতে পারেনি কুমান। ম্যাচ শেষে তিনি বলেন, আমার মতে, এটি পেনাল্টি দেওয়া উচিত হয়নি। কেইন সেখানে শট নেয় এবং তাদের দুজনের পায়ে সংঘর্ষ হয়। আমার মনে হয় ভিএআরের কারণে আমরা ঠিকমতো ফুটবল খেলতে পারছি না। এটি সত্যিই ফুটবলকে বিনষ্ট করছে।

কোচের সুরে সুর মিলিয়েছেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকও। তিনি বলেন, আমার মনে হয়, পেনাল্টির সিদ্ধান্তটা ম্যাচের বড় এক মুহূর্ত ছিল। ইংল্যান্ড এটা থেকে কিছু আত্মবিশ্বাস পেয়েছে। বেশ কয়েকটি সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি। তবে রেফারির ব্যাপারে কথা বলতে চাই না আমি।

তিনি আরও বলেন, আমি জানি না, আমার বলা উচিত হবে কি না। তবে শেষ বাঁশি বাজানোর পর মাঠ ছেড়ে দ্রুত দৌড়ে ড্রেসিংরুমের দিকে যান রেফারি, এটাই অনেক কিছু বলে দেয়। তার সঙ্গে হাত মেলানোর সুযোগও পর্যন্ত পাইনি আমি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ নভেম্বর)
সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ নভেম্বর)