ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

যে কারণে পিছিয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুলাই ২০২৪ , ০৬:৫৬ এএম


loading/img
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শকদের হাঙ্গামায় পিছিয়ে গেছে আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার শিরোপা নির্ধারণী এই ম্যাচ। এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিটে খেলা শুরু হবে।

বিজ্ঞাপন

পূর্বনির্ধারিত সূচিতে, সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল। তবে তা সম্ভব হয়নি।

জানা গেছে, ম্যাচ শুরুর এক ঘণ্টা আগ থেকেই টিকিট ছাড়াই স্টেডিয়ামের গেট টপকে ভেতরে ঢুকতে চেষ্টা করেন অনেক দর্শক। তাদের অনেকেই কলম্বিয়ান জার্সি পরিহিত ছিলেন। নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে দর্শকদের ঝামেলা বেঁধে যায়। এতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় ১০ থেকে ১৫ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাই স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিতে ফাইনাল শুরুর সময় এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |