• ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১
logo

অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ২৩:৫৩

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

মঙ্গলবার (৩০ জুলাই) ‘বি’ গ্রুপ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে নকআউটের টিকিট নিশ্চিত করলো হাভিয়ের মাশচেরানোর দল।

প্রথম ম্যাচে ম্যাচ শেষের ঘণ্টা দুয়েক পর মরক্কোর কাছে ১-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনার ফেডারেশন বিষয়টি নিয়ে আপিল করলেও রায় তাদের পক্ষে যায়নি। দ্বিতীয় ম্যাচে তারা ইরাককে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকে। মঙ্গলবার ইউক্রেনকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা।

ম্যাচের ৪৭ মিনিটে থিয়াগো আলমাদার গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর বদলি খেলোয়াড় ক্লদিও এচেভেরি যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

মরক্কো ও আর্জেন্টিনা উভয়েরই পয়েন্ট সমান ৬ হলেও গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোয় তারাই গ্রুপ চ্যাম্পিয়ন।

এদিন গ্রুপের আরেক ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে মরক্কো। অন্যদিকে, স্পেনকে ২-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে নকআউটে উঠেছে মিসর। যদিও স্পেন আগেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিপক্ষকে হাফ ডজন গোলে ভাসিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
এক নজরে দেখে নিন আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি
জার্মানির কাছে ৫ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল