• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৬
সংগৃহীত ছবি

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। চলতি ঘরোয়া টুর্নামেন্টের পাঁচ দলের এক দল স্ট্যালিয়ন্স এর মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) ব্যাপক সমালোচনা করেছেন তিনি।

সম্প্রতি নিজের ইউটিউব অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ ও সমালোচনা করেন তিনি।

বাসিত আলী বলেন, ‘যে মানুষটা নিজের দেশকে নিয়েই চিন্তাভাবনা করে না, তাকে কখনই মেন্টর পদে বসানো উচিত নয়। যে মানুষটা স্বীকার করে যে আমরা সবকিছু জেনেই ম্যাচটা হেরেছি, তার কাঁধে এই দায়িত্ব দেওয়া একেবারে উচিত নয়। যদি কেউ প্রমাণ চায়, তাহলে আমি প্রমাণ দিয়ে দেব। সম্প্রতি রামিজ রাজা সাহেব শোয়েব মালিকের একটি ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে উনি কী বলেছিলেন?’

‘বাবরকে অধিনায়ক না বানিয়ে হারিসকে কেন স্ট্যালিয়নেন্সের অধিনায়ক বানানো হয়েছে?’ প্রশ্ন তুলে বাসিত আলী বলেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’

বাসিত আলী, ‘এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল।’

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের শক্তিশালী একাদশ ঘোষণা পাকিস্তানের
পাকিস্তানে স্কুলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৭
পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেনের পদত্যাগ
সাদা বলের জন্য নতুন অধিনায়ক পেল পাকিস্তান