• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২৩:৪০
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই দিদিয়ের দেশম ফরাসিদের স্কোয়াড ঘোষণা করেছে। দুই ম্যাচে ইসরায়েল ও ইতালির মুখোমুখি হবে ফরাসিরা। ঘোষিত দলে বাদ দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ তারকাকে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ফর্মহীনতায় ভুগছেন এমবাপ্পে। গত মাসে ইনজুরির কারণে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি তাকে। তাই খেলতে পারেননি ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে। কিন্তু সেবার আন্তর্জাতিক বিরতির চার দিন পরই রিয়ালের জার্সিতে মাঠে দেখা যায় তাকে। এবার নিজ থেকেই ফ্রান্সের হয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে দেশম আপাতত বন্ধই রাখলেন দরজা।

সংবাদ সম্মেলনে ফরাসি কোচ দিদিয়ের দেশম বলেন, আমি তার সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্তটি আমি কেবল এই দুটো ম্যাচের জন্য নিয়েছি। কিলিয়ান দলে ফিরতে চেয়েছিল। সব বিষয়ে একমত নাও হতে পারি আমরা। খেলোয়াড়দের সঙ্গে এসব আলোচনা আমি করতেই পারি। আমি সেরা ও সবচেয়ে সুদর্শন কোচ— খেলোয়াড়দের কাছ থেকে এসব শুনতে আসিনি। আমি তাদের মতামত শুনি। আমি সবসময় এমন আলোচনা দ্বারা অনুপ্রাণিত, হোক সেটা ব্যক্তিগত কিংবা দলগতভাবে।

এর ফলে টানা চার ম্যাচ অধিনায়ককে পাচ্ছে না ফ্রান্স।

চলতি মাসে নেশন্স লিগে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ১৪ নভেম্বর প্যারিসে ইসরায়েলের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর ইতালির মুখোমুখি হবে দেশমের শিষ্যরা, ম্যাচটি হবে মিলানে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের
চ্যাম্পিয়নস ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব-লিটন
ফ্রান্সের দায়িত্ব ছাড়লেন দেশম, অপেক্ষায় জিদান!