• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শেষ আটে কঠিন প্রতিপক্ষ স্পেন-জামার্নির, পর্তুগাল কাকে পেল?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ২২:৫১
নেশনস লিগ
ছবি-এএফপি

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্ব। আর এই বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট পেয়েছে সেরা আট দল। যেখানে রয়েছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

শুক্রবার (২২ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে স্পেন ও জার্মানি।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে সিআর সেভেনের পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।

কোয়ার্টারে ইতালি ও জার্মানির মধ্য থেকে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে প্রতিপক্ষ হবে ডেনমার্ক-পর্তুগাল ম্যাচের বিজয়ী দল। আর নেদারল্যান্ডস-স্পেন দুদলের মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচের বিজয়ী দল।

আগামী ২০ মার্চ উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ২৩ মার্চ।

গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। ওই চার গ্রুপ থেকে রানারআপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

আরটিভি/এসআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন
ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
রোনালদোর জয়ের রেকর্ডে ভর করে শেষ আটে পর্তুগাল
২৮ অক্টোবর থেকে শুরু টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব