• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন নয়্যার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

নিজের পেশাদার ক্যারিয়ারে প্রথম লাল কার্ড পেলেন জার্মান গোলরক্ষক মানুয়েল নয়্যার। আর এই লাল কার্ডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় বায়ার্ন মিউনিখের। এরফলে চলমান জার্মান কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে বায়ার লেভারকুসেন কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় বাভারিয়ানরা।

ম্যাচের ১৮ মিনিটেই লাল কার্ড দেখে মানুয়েল নয়্যারকে মাঠ ছাড়তে হয়। তার পেশাদার ক্যারিয়ারে ৮৬৬ ম্যাচে এই প্রথম লাল কার্ড দেখলেন জার্মানির সাবেক এই অধিনায়ক। এরপর ম্যাচের বেশির ভাগ সময়ই ১০ জন নিয়ে খেলতে হয়েছে বায়ার্ন মিউনিখদের।

এই পরাজয়ের মানসিকভাবে ভেঙে পড়ে পুরো বায়ার্ন টিম। তবে মানুয়েল নয়্যারের মন খারাপ ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি। কারণ, হারের পেছনে যে নিজেকেই দোষী মনে করছেন নয়্যার। দুঃখ প্রকাশ করে নয়্যার বললেন, ‘লাল কার্ডটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আমরা কষ্ট পাচ্ছি, আমি দুঃখিত।’

লেভারকুসেনের আক্রমণ ঠেকাতে পেনাল্টি বক্সের বাইরে গিয়ে জেরেমি ফ্রিমপংকে ফাউল করে বসেন। সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি।

আরটিভি/এমএম/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাদার্সকে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা বসুন্ধরা কিংসের
জাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন
পিএসজিতে যোগ দিচ্ছেন সালাহ!
মেসির নাম লেখা বুট পরে খেলবেন যে ১০ ফুটবলার