• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

তামিমের পর মেহেদিরও ফিফটি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭

দ্রুত সৌম্য-লিটনের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজ করছিলেন তানজিদ তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। ৪৬ বলে ফিফটি করেন। তাদের এই জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮তম ওভারে শতক স্পর্শ করে দল। ব্যক্তিগত ৬০ রানে ফিরে যান তানজিদ। আফিফকে সঙ্গে নিয়ে অধিনায়কও অর্ধশতক তোলেন।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি।

ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন।
আফিফকে সঙ্গে নিয়ে ৭১ বলে অর্ধশতক হাঁকান মেহেদি। ইনিংস সাজান ৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে।

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলে তানজিদ তামিমের দল পরিবর্তন
তানজিদ তামিমের বুদ্ধির প্রশংসায় আইসিসি
তানজিদ নৈপুণ্যে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের
সেঞ্চুরি করে যেসব রেকর্ডে ভাগ বসালেন তানজিদ তামিম