• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেসি-সুয়ারেজ-পাওলিনহোর গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৮, ০৯:৪৩

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও জয় পেয়েছে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।

রোববার সোসিয়েদাদের ঘরের মাঠ আনোয়েতায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকেই দাপট দেখায় দলটি। অন্যদিকে বার্সার অগোছালো ফুটবল সুযোগ নেয় স্বাগতিকরা। ম্যাচের ১১ মিনিটে গোল পায় ইউসেবিও স্ক্যারিস্টানের দল। গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসে।

২৮ মিনিটে আবারো গোল করে আনোয়েতার দর্শকদের মাতওয়ারা করেন জোসে। তবে তা বাতিল করে দেন রেফারি। ৩৪ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি।

অন্যদিক হতাশ বার্সা আক্রমণের ধার বাড়াতে তাকে। পাঁচ মিনিটে পরেই গোল করেন পাওলিনহো। ব্রাজিলিয়ান তারকার গোলে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বল মাঠে গড়ানোর পর শুরু হয় বার্সা শো। পাঁচ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। ৭১ মিনিটে চমৎকার একটি গোল দেন উরুগুইয়ান তারকা। এতে লিড পায় দল। ব্যবধান দাড়ায় ৩-২ এ।

--------------------------------------------------------
আরও পড়ুন: হৃদয়ের সেঞ্চুরিতে যুবাদের সংগ্রহ ২৬৪
--------------------------------------------------------

শেষ দিকে আক্রমণের চেষ্টা চালালেও পেরে ওঠেনি সোসিয়েদাদ। উল্টো ৮৫ তম মিনিটে ডি-বক্সের কাছেই ফাউল করে বসে তানা। ফি-কিকে নিজের প্রথম ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন লিওনেল মেসি। চলতি মৌসুমে আর্জেন্টাইন মহাতারকার ১৭ তম গোল এটি। শেষ পর্যন্ত ৪-২ গোলে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এই জয়ে রিয়াল মাদ্রিদ থেকে পয়েন্ট ব্যবধানে ধাপ এগিয়ে গেলো ১৯ ব্লাউগ্রানারা। লা লিগায় ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের পয়েন্ট ৪২। আর ৪০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থান তৃতীয়।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল ওসাসুনা
উয়েফা থেকে কঠিন শাস্তি পেল বার্সেলোনা