গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন মিচেল স্টার্ক। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতেও তাকিয়ে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল অজিরা। কিন্তু শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নেন এই তারকা পেসার। এতদিন চুপ থাকলেও এবার চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকা নিয়ে মুখ খুলেছেন স্টার্ক।
তিনি জানিয়েছেন গোড়ালির ইনজুরিতে আছেন তিনি। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় ব্যথা সত্ত্বেও খেলেছিলেন।
এক পডকাস্টে স্টার্ক বলেন, কয়েকটি কারণ আছে না খেলার। কিছু ব্যক্তিগত কারণও আছে। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ চলার সময়েই আমার গোড়ালিতে কিছুটা ব্যথা ছিল। সেটা ঠিক করা দরকার। সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে।
স্টার্ক জানান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেকে তিন ফিট করতে চেয়েছিলেন।
এই অজি পেসারের ভাষ্য, আইপিএলের কিছু ম্যাচও আছে, তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেস্ট ফাইনাল... শরীর ঠিক রাখা, আগামী কয়েক মাস কিছু ম্যাচ খেলা এবং টেস্ট ফাইনালের জন্য প্রস্তুত হওয়া। আমরা পরপর দ্বিতীয়বার এটি জয়ের সুযোগের সামনে রয়েছি।
স্টার্কের পাশাপাশি, জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্সও চোটের কারণে আট দলের এই টুর্নামেন্টে খেলতে পারেননি। যার ফলে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নতুন পেস ত্রয়ী—নাথান এলিস, শন অ্যাবট ও বেন ডারউইসকে নিয়ে মাঠে নামে।
আরটিভি/এসআর