ভারত বধের নায়ক লুঙ্গি
১৯৯২ সালে টেস্ট সিরিজ খেলতে প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফর করে ভারত দল। সেবার থেকে এই পর্যন্ত কোনো দিনও সিরিজ জয় করতে পারেনি উপমহাদেশের অন্যতম এই ক্রিকেট শক্তি।
ইতিহাস গড়ার লক্ষ্যে শক্তিশালী দল নিয়ে ফের দক্ষিণ আফ্রিকা মিশনে যায় বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭২ রানে হারে টিম ইন্ডিয়া। আজ বুধবার সেঞ্চুরিয়নে ফের হারের লজ্জা পেলো সফরকারীরা। এবারেরটা আরো বিশাল। ১৩৫ রানে হারতে হয়েছে রবি শাস্ত্রীর শিষ্যদের।
--------------------------------------------------------
আরও পড়ুন: সম্মানের জন্যই রিয়াল ছাড়ছেন রোনালদো!
--------------------------------------------------------
প্রোটিয়াদের দেয়া ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ ইনিংসে ১৫১ রানেই গুটিয়ে যায় ভারত।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে পঞ্চম দিন শুরু করে। দলীয় ৪৯ ও ব্যক্তিগত ১৯ রানে ফিরে যান চেতেশ্বর পুজারা। রান আউটের কবলে পড়তে হয় এ ব্যাটসম্যানকে।
এরপর দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার লুঙ্গি এনগিডির দাপটে একে একে আসা-যাওয়ার মিশনে নামে ভারতের ব্যাটসম্যানরা। ২১ বছর বয়সী এ বোলার এই ম্যাচের মাধ্যমেই অভিষেক করেছেন।
দলের হয়ে সবোর্চ্চ ৪৭ রান করেন রোহিত শর্মা। এছাড়া পার্থিভ প্যাটেল ১৯ ও শেষ দিকে বোলার মোহাম্মদ শামি করেন ২৮ রান। এছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেননি।
বোলার মধ্যে লুঙ্গি এনগিডি ছয়টি ও কাগিসো রাবাদা তুলে নেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩৩৫ ও ২৫৮
ভারত: ৩০৭ ও ১৫১
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১৩৫ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: লুঙ্গি এনগিডি (মোট ৭ উইকেট)
আরও পড়ুন:
ওয়াই/এমকে
মন্তব্য করুন