হেডিংলিতে প্রথম টেস্টে রেকর্ড গড়ে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে আগামী ২ জুলাই এজবাস্টনে মাঠে নামবে দুই দল। এই ম্যাচ দিয়ে ১৫৮৮ দিন পর ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন গতিময় পেসার জোফরা আর্চার।
সবশেষ ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। একই দলের বিপক্ষেই সাদা পোশাকে ফিরছেন ৩০ বছর বয়সী তারকা পেসার। তবে তাকে অন্তর্ভুক্ত করা হলেও লিডসে প্রথম টেস্টের দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।
গত সপ্তাহে কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে চার বছর পর প্রথমবারের মত প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন আর্চার। ডারহামের বিপক্ষে ম্যাচটিতে এক উইকেট নিয়েছেন এই পেসার।
ক্যারিয়ারে এ পর্যন্ত ১৩ টেস্টে খেলেছেন আর্চার। যেখানে ৩১ গড়ে তিনি শিকার করেছেন ৪২ উইকেট। ভারতের বিপক্ষে বার্মিংহামের ম্যাচটিতে পেসারদের দাপট থাকতে পারে ভেবেই কাউন্টি খেলা আর্চারকে ডেকে আনা হয়েছে।
ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস, অলি পোপ, জো রুট, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি স্মিথ, জোফরা আর্চার, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জেমি ওভারটন, জশ টাং ও ক্রিস ওকস।
আরটিভি/এসআর/এস