ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আফগানদের কাছে পাত্তাই পেলেন না গেইলরা

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ , ১২:২৪ পিএম


loading/img
দৌলত জাদরান (ফাইল ছবি)

২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিয়ে মাঠে নেমেছে আইসিসির র‌্যাংকিংয়ে নিচের সারির দলগুলো। বাছাইয়ের মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তারের জানান দিয়েছে আফগানিস্তান। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে এশিয়ার দলটি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার আনঅফিসিয়াল ম্যাচে জিম্বাবুয়ের হারারেতে আফগান পেসার দৌলত জাদরানের হ্যাটট্রিকে জয় পেয়েছে আফগান শিবির।

এদিন ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই সেরা পারফর্ম দেখিয়ে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) মেথডে ৩৫ ওভারের ম্যাচে ২৯ রানের জয় পায়। 

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে খেলা হয় ৩৫ ওভার। প্রথমে ব্যাটিং করে গুলবুদ্দিন নঈবের ৩৮ বলে ৪৮ রানে ভর করে আফগানিস্তান ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে।

পরে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪০ রান। জবাবে ক্যারিবীয়দের ইনিংস ২৬ দশমিক ৪ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায়। 

তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন। এরপর জাদরান পরপর তিন বলে শিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল ও কার্লোস বার্থওয়েইটের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।

বিজ্ঞাপন

ইনজুরি আক্রান্ত আজগার স্তানিকজাইয়ের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তরুণ লেগ স্পিনার রশীদ খান। ৩ দশমিক ৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে আফগানদের জয় নিশ্চিত করেন ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা এই বোলার।

এদিন এভিন লিউইসের ৩৬ ও মারলন স্যামুয়েলসের ৩৪ রান ছাড়া ক্যারিবীয়দের কেউই দুই অংকে পৌঁছাতে পারেননি।

মঙ্গলবার অপর অনুশীলন ম্যাচে নেপাল ৫ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে, নেদারল্যান্ড ৮ উইকেটে হংকংকে এবং স্কটল্যান্ড ৭ উইকেটে পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে।

এছাড়া স্বাগতিক জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার অনুশীলন ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। জিম্বাবুয়ের মাটিতে ১০ দলের অংশগ্রহণে ২৫ মার্চ পর্যন্ত চলবে এই আসর। 

ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং স্বাগতিকরা ছাড়াও এতে অংশ নিচ্ছে নেপাল, হংকং, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

আরও পড়ুন:

ওয়াই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |