তিন ম্যাচের সিরিজটা খুব দ্রুত ভুলে যেতে চাইবে সাকিবরা। কিন্তু তা কী করে সম্ভব! বিপক্ষ দলটা আফগানিস্তান বলেই হয়তো অনেকদিন এই হারের দাগ কেটে থাকবে সবার মনে।
এই ক্ষতে কিছুটা ভালো স্মৃতির প্রলেপ দেয়ার সুযোগটা এসেছিল শেষ ম্যাচে। শেষ বলে ১ রানে হেরে সেটিও কিনা আর হলো না। নিতে হলো ধবল ধোলাইয়ের স্বাদ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে কেউ আর মালা নিয়ে বরণ করেনি আজ। একরাশ হতাশা নিয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরে গোটা দল।
কয়টা দিন বিশ্রামে থেকে আবারও প্রস্তুত হতে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। প্রায় ৫০ দিনের এই পূর্ণাঙ্গ সফরে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তিন টি-টোয়েন্টির দুটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
এমন কষ্টের স্মৃতির মধ্যেও ভালো সংবাদ ৮ মাস পর কোচ মিলেছে বাংলাদেশ দলের কপালে। সাবেক ইংলিশ উইকেট কিপার-ব্যাটসম্যান স্টিভ রোডসকে নিযুক্ত করা হয়েছে প্রধান কোচের জন্য। চলতি মাসের ২০ তারিখে দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ রওনা করবেন স্টিভ রোডসও।
আরও পড়ুন :
এমআর/পি