ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

উইম্বলডন ওপেন

দ্বাদশ বারের মতো উইম্বলডনের সেমিতে সেরেনা

স্পোর্টস ডেস্ক, আরভিটি অনলাইন

বুধবার, ১০ জুলাই ২০১৯ , ১১:৪১ এএম


loading/img
অষ্টম উইম্বলডন শিরোপার পথে আরো এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস

টেনিসের মর্যাদাকর আসর উইম্বলডন ওপেনে নারী এককের সেমিফাইনালে উঠেছেন- সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ, এলিনা সভিতোলিনা ও বারবোরা স্ত্রাইকোভা।

বিজ্ঞাপন

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে অ্যালিসন রিস্ককে ২-১ সেটে হারান মার্কিন সুপারস্টার সেরেনা উইলিয়ামস। স্বদেশী তারকা অ্যালিসনের বিপক্ষে প্রথম সেট ৬-৪ গেমে জেতেন সেরেনা।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড-স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠা অ্যালিসন। ৬-৪ গেমে জিতে তৃতীয় সেটে নিয়ে খেলা।

বিজ্ঞাপন

তবে তৃতীয় সেটে কোনো ভুল করেননি অষ্টম উইম্বলডন শিরোপার আশায় থাকা সেরেনা। ৬-৩ গেমে জিতে দ্বাদশ বারের মতো ঘাসের কোর্টের গ্র্যান্ড-স্ল্যামের শেষ চারে পা রাখেন সেরেনা।

                                                   জয়ের পথে ঝ্যাং শুই'যের শট ফিরিয়ে দিচ্ছেন সিমোনা হালেপ

বিজ্ঞাপন

চীনা তারকা ঝ্যাং শুইকে হারাতে এতোটা বেগ পেতে হয়নি রোমানিয়ান তারকা সিমোনা হালেপকে। জয় পান সরাসরি সেটে। যদিও প্রথম সেট টাইব্রেকারে নিয়ে যেতে সমর্থ হন ঝ্যাং। ৭-৪ গেমে টাইব্রেকার জিতে নেন দ্বিতীয় গ্র্যান্ড-স্ল্যাম শিরোপার খোঁজে থাকা হালেপ।

তবে দ্বিতীয় সেটে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ৩০ বছর বয়সী চীনা খেলোয়াড় ঝ্যাং শুই। ৬-১ গেমে সেটটি অনায়াসেই জিতে পাঁচ বছর পর দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শেষ চার নিশ্চিত করেন হালেপ।

ফাইনালে ওঠার লড়াইতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড-স্ল্যামের সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনার মুখোমুখি হবেন সিমোনা হালেপ। আর চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ত্রাইকোভার বিপক্ষে লড়বেন সেরেনা উইলিয়ামস।

অগ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |