ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীলঙ্কার ইমার্জিং দল আসছে বাংলাদেশ সফরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৩ আগস্ট ২০১৯ , ০৯:২০ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কায় তামিম ইকবালের নেতৃত্বে জাতীয় দল ব্যর্থ সফর শেষে ফিরেছে দেশে। সেই ব্যর্থতা কাটতে না কাটতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ইমার্জিং দল। বাংলাদেশের এইচপি দলের সঙ্গে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে লঙ্কান দলটি আগামী ১৬ আগস্ট পৌঁছাবে বাংলদেশে। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

১৬ আগস্ট বাংলাদেশে আসার  পরদিন ১৭ এবং পরেরদিন ১৮ আগস্ট অনুশীলন করবে মিরপুরের একাডেমি মাঠে। দুইদিনের অনুশীলন শেষে  ১৯ আগস্ট সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং দলটি।

দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট সাভারেই। এরপর ২৪ আগস্ট খুলনার আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি।

বিজ্ঞাপন

এরপর ২৭ আগস্ট থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই শুরু হবে প্রথম চার দিনে ম্যাচটি। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। ৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে শ্রীলঙ্কার ইমার্জিং দলটি।

 

তারিখ

ম্যাচ

ভেন্যু

১৯ আগস্ট   

প্রথম একদিনের ম্যাচ        

বিকেএসপি

২১ আগস্ট

দ্বিতীয় একদিনের ম্যাচ

বিকেএসপি

২৪ আগস্ট

তৃতীয় একদিনের ম্যাচ

খুলনা

২৭ আগস্ট

প্রথম চারদিনের ম্যাচ

খুলনা

০৩ সেপ্টেম্বর

দ্বিতীয় চার দিরে ম্যাচ

কক্সবাজার

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |