৫ বছরের নিষেধাজ্ঞায় শাহাদাত
জাতীয় লিগে সতীর্থের গায়ে হাত তুলে শাহাদাত হোসেন রাজীব পাঁচ বছরের নিষেধাজ্ঞা তো পেয়েছেনই সঙ্গে জরিমানা গুণতে হচ্ছে ৩ লাখ টাকা। এই সময়ে কোনও রকম প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না এই ফাস্ট বোলার।
রোববার খুলনায় ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচ চলাকালীন শাহাদাত তার সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে বল শাইন করতে বলেন। আরাফাত সেটা ঠিকঠাক করতে পারবেন না বলাতেই ক্ষিপ্ত হয়ে চড়, থাপ্পড়ের সঙ্গে লাথিও দেন।
এই ঘটনার পর পর ম্যাচ রেফারি আখতার আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অবহিত করেন ঘটনাটি।
তার একদিন পরেই বিসিবি পদক্ষেপ নিয়েছে শাহাদাতের ব্যাপারে। আজ মঙ্গলবার বিসিবির টেকনিক্যাল কমিটির মিটিং শেষে কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু জানান, পাঁচ বছরের নিষেধাজ্ঞায় তিন বছর খেলতে পারবে না। বাকি দুই বছর থাকবে স্থগিত নিষেধাজ্ঞা। শাহাদাত চাইলে ২৬ নভেম্বর আপিল করতে পারেন।
শাহাদাত এই ঘটনা ঘটানোর আগে ২০১৫ সালে গৃহকর্মীকে পিটিয়ে গিয়েছিলেন জেলে। বেশ কয়েক মাস জেলে থাকার পর প্রায় ১২ লাখ টাকা মাশুল দিয়ে ছাড়া পান জেল থেকে।
এমআর/ওয়াই
মন্তব্য করুন