কোবি ব্রায়ান্টকে শেষ শ্রদ্ধা জানালো এসি মিলান
কোবি ব্রায়ান্টকে এবার শ্রদ্ধা জানালো এসি মিলান। আবেগঘন এক আয়োজনের মাধ্যমে কিংবদন্তি এই বাস্কেট বল খেলোয়াড়ের আত্মার শান্তি কামনা করেন, ইতালিয়ান ফুটবল ক্লাবটির খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকেরা।
কোবি ব্রায়ান্টের অকালমৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব ক্রীড়াঙ্গণ। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাচ্ছেন টেনিসের রজার ফেদেরার, ক্রিকেটের সাকিব আল হাসান, ফুটবলের মেসি-রোনালদোসহ সবাই।
এবার তাকে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন করলো এসি মিলান। কারণ এই ক্লাবের বড় ভক্ত ছিলেন সাবেক মার্কিন এই বাস্কেট বল তারকা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ৪১ বছর বয়সী কোবি ব্রায়ান্ট। তিনি ছাড়াও আরও ৮জন নিহত হন এ দুর্ঘটনায়। তার মধ্যে ছিলেন ব্রায়ান্টের ১৩ বছর বয়সী মেয়ে জিয়ানা মারি অনোরে ব্রায়ান্ট। সর্বকালের সেরা পাঁচজন বাস্কেটবল খেলোয়াড়ের মধ্যে কোবি ব্রায়ান্ট ছিলেন একজন।
পি
মন্তব্য করুন